55
র্যাব-১১ জানায়, বুধবার সিপিসি-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর (মিস্ত্রি পুকুরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আরিফ হোসেন (২৯), মো. সোহাগ মিয়া (২৭) ও মো. শাফি (১৯) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
নারীর চুলের খোপার ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার
এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় গত এক বছরে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও সহিংস অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
‘গোপনে’ ঢাকায় একের পর এক আতিফের প্রাইভেট শো!
মার্চ টু ভারতীয় দূতাবাস: খুলনায় পুলিশের ব্যারিকেড ভাঙল ছাত্রজনতা
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিদেশি দূতদের ব্রিফ করল পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোটের হাওয়া বইছে মৌলভীবাজার-৩ আসনে
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীই ফের দলের চেয়ারম্যান নির্বাচিত!
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বায়ার্নের বড় অঙ্কের জরিমানা