www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeরম্য গল্পমজার গল্প – তৈমুর লঙ ও অন্ধ গায়ক

মজার গল্প – তৈমুর লঙ ও অন্ধ গায়ক

মজার গল্প – তৈমুর লঙ ও অন্ধ গায়ক - Bangla24.TopBangla24.Top
এটি বাদশা তৈমুর লঙ এর কেচ্ছা। তৈমুর লঙ মধ্য এশিয়ার এক দাপুটে বাদশা ছিলেন। তিনি বার বার ভারতবর্ষে হানা দেন। যুদ্ধের ময়দানে তিনি মানুষ খুন করতে যেমন দ্বিধা করতেন না তেমনি আবার সঙ্গীতপিপাসুও ছিলেন। ভারতবর্ষে হানা দেবার আগে তিনি শুনেছিলেন যে ভারতে বহু উত্তমোত্তম গায়ক আছে। একবার ভারতে এসে তাই তিনি গান শোনার বাসনায় সেখানকার কিছু গায়ককে ডেকে পাঠান। এই গায়কদের মধ্যে একজন অন্ধ গায়কও ছিলেন। তিনিই তৈমুরকে প্রথম গান শোনান। অন্ধ গায়কের মধুর কণ্ঠের গান শুনে তৈমুর মোহিত হয়ে গায়কের নাম জিজ্ঞাসা করেন। গায়ক বলেন, আমার নাম দৌলত অর্থাৎ ধন। বাদশা পুনর্বার জিজ্ঞাসা করেন : দৌলত কি কখনও অন্ধ হয়? গায়ক উত্তরে বললেন : দৌলত (ধন) যদি অন্ধ নাচার না হতো, তবে লঙ এর গৃহে কখনোই আসত না।

Related Posts

Categories #9

খবরাখবর(820)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(56)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
কিশোর গল্প(12)
চটি গল্প(1)