19
বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। এতে মাইক্রোবাসটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে গুরুতরদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রো–অটোরিকশা সংঘর্ষ, নারী নিহতএ তথ্য নিশ্চিত করেছন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।তিনি জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।