www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরযশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি আটক, ককটেল উদ্ধার

যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি আটক, ককটেল উদ্ধার

Download Bangla.Top Android App
যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি আটক, ককটেল উদ্ধার - Bangla24.Top33
যশোর শহরের আলোচিত তানভীর হত্যা মামলার প্রধান আসামি রাব্বি ইসলাম মুসাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে যশোরের মনিরামপুর উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে পাঁচটি ককটেল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।আটক মুসা যশোর শহরের শংকরপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।এ বিষয়ে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসী হামলায় শংকরপুর হাজারিগেট কলোনি পাড়ার বাসিন্দা মিন্টু গাজীর ছেলে তানভীর নিহত হন। এই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল মুসা এবং তিনি মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। হত্যাকাণ্ডের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে তৎপর ছিল।আরও পড়ুন: ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘তোতা’ এবার গ্রেফতারগোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে মনিরামপুর থেকে আটক করা হয়।তিনি আরও জানান, আটকের পর মুসাকে সঙ্গে নিয়ে তার শংকরপুর এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পাশ থেকে বিশেষ কায়দায় প্যাকেটে মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি তল্লাশির সময় একটি ম্যাগাজিন উদ্ধার হলেও পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুসার স্ত্রী মুক্তা খাতুনকেও হেফাজতে নেয়া হয়েছে।

Related Posts

Categories #9

খবরাখবর(977)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)