www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরখুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

Download Bangla.Top Android App
খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার - Bangla24.Top46
খুলনা নগরীর দোলখোলা ইসলামপুর মোড়ের একটি আবাসিক হোটেল থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, হোটেল বিলাসীর তৃতীয় তলার ওই কক্ষে কয়েক মাস ধরে তিনি ভাড়া থাকতেন। গত রাতে খাবার নিয়স তিনি কক্ষটি ভেতর থেকে আটকিয়ে সেখানে অবস্থান করেন। আজ দুপুরে খাবার দিতে গিয়ে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানানো হয়। পরে দরজা ভেঙে কক্ষের মেঝেতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।আরও পড়ুন: খুলনায় ভুল নকশায় উচ্ছেদ নিয়ে ক্ষোভ, সড়কে নকশা পরিবর্তনের দাবিখুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Posts

Categories #9

খবরাখবর(977)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)