74
চলুন দেখে নেয়া যাক এবারের মিনি নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার কারা?১. ক্যামেরন গ্রিনসেরা দশের শুরুতে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব আসর মিলিয়ে বিদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়া গ্রিন এবারের নিলামেও সর্বোচ্চ দামি খেলোয়াড়। ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়কে নিতে শুরুতে কলকাতার সঙ্গে লড়াইয়ে নেমেছিল রাজস্থান রয়্যালস। ১৩ কোটি ৪০ লাখ রুপির পর তার হাল ছেড়ে দেয় । কারণ তাদের পার্টসে তখন ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। রাজস্থানের পর কলকাতার সঙ্গে লড়াইয়ে নামে চেন্নাই। তাদের পার্টসে তখনো ছিল ৪৩ কোটি ৪০ লাখ রুপি। কিন্তু ২৫ কোটি পর্যন্ত গিয়ে হাল ছেড়ে দেয় তারা। শেষ হাসি হাসে কলকাতা। গ্রিনের আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সর্বোচ্চ দামি বিদেশি খেলোয়াড় ছিলেন তার স্বদেশি মিচেল স্টার্ক।২. মাথিশা পাথিরানানিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন মাথিশা পাথিরানা। এবারও বাজিমাত করে কলকাতা। ২ কোটি মূল্যের এ খেলোয়াড়কে দলে ভেড়াতে তারা খরচ করে ১৮ কোটি রুপি। অর্থাৎ আসরের দুই সর্বোচ্চ দামি খেলোয়াড়ই তাদের দলে।৩ ও ৪. কার্তিক শর্মা ও প্রশান্ত বীরযৌথভাবে এ তালিকায় রয়েছেন দুই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। দুজনকে দলে ভেড়াতে ১৪ কোটি ২০ লাখ রুপি করে খরচ করে চেন্নাই সুপার কিংস। তাদের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি।৫. লিয়াম লিভিংস্টোনপাঁচে রয়েছেন প্রথম ধাপে অবিক্রীত থাকা ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়কে নিয়ে শেষদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কাড়াকাড়ি হয়। শেষ পর্যন্ত ১৩ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।৬. মোস্তাফিজুর রহমানতালিকার ছয়ে রয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ফিজকে নিয়ে কাড়াকাড়ি লাগে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই ও কলকাতা। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা। আইপিএলের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড়। এর আগে কেউ এর অর্ধেক দাম পায়নি।
আরও পড়ুন: ‘বর্তমান যে ফর্ম অবাক হওয়ার কিছু নেই’—নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফী৭. জশ ইংলিসসাতে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিস। দ্বিতীয় দফায় নাম ওঠার পর ২ কোটি ভিত্তিমূল্যের এ ব্যাটারকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।৮. আকিব ধারআট নম্বর জায়গাটি দখল করেছেন ভারতের আরেক আনক্যাপড ক্রিকেটার আকিব ধার। জম্মু-কাশ্মিরের এ পেসারকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়। তাতে ৩০ লাখ ভিত্তিমূল্যের এ বোলারকে নিতে ৮ কোটি ৪০ লাখ রুপি খরচ করতে হয় দিল্লিকে।৯. রবি বিষ্ণোইতালিকার নয়ে রয়েছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। ২ কোটি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে ৭ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস।১০. জেসন হোল্ডার৭ কোটি দাম পেয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। এছাড়া ৭ কোটি রুপিতে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরও পড়ুন: ২৫ কোটি ২০ লাখ থেকে মাত্র ১৩ কোটি পাবেন গ্রিন, কিন্তু কেন
এক নজরে ২০২৬ আইপিএল নিলামের ১০ দামি ক্রিকেটার১. ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)- ২৫ কোটি ২০ লাখ রুপি২. মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)- ১৮ কোটি রুপি৩. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি৪. প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি৫. লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১৩ কোটি রুপি৬. মোস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)- ৯ কোটি ২০ লাখ রুপি৭. জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)- ৮ কোটি ৬০ লাখ রুপি৮. আকিব ধার (দিল্লি ক্যাপিটালস)- ৮ কোটি ৪০ লাখ রুপি৯. রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)- ৭ কোটি ২০ লাখ রুপি১০. জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)- ৭ কোটি রুপি
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
সিলেটে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২
কৃষ্ণসাগরে অজ্ঞাত ড্রোন ধ্বংস করলো তুরস্ক
ফিফার বর্ষসেরা উসমান দেম্বেলে
বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস
দূষিত শহরের তালিকার শীর্ষে সারায়েভো, ঢাকার পরিস্থিতি কী?