63
চট্টগ্রামের চকবাজার এলাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তালপট্টি এলাকার ওই দোতালা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আরও পড়ুন: লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুনফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তালপট্টি এলাকার ওই দোতালা মার্কেটে আগুন লাগে। এ সময়ে ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিকে। প্রাথমিকভাবে স্থানীয়া আগুন নেভানোর চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশে ময়লার স্তূপ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশ কয়েকটি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।