www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরজেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ

জেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ

Download Bangla.Top Android App
জেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ - Bangla24.Top85
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রগ্রেস রিভিউ’-তে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় হোস্ট কমিউনিটির বর্তমান মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। বৈশ্বিক অর্থায়ন আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়া এবং ক্রমবর্ধমান মানবিক চাহিদার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে প্রতিশ্রুতি প্রদান এবং টেকসই ও পূর্বানুমেয় অর্থায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) প্রতিনিধিদলের অংশ হিসেবে ১৬–১৭ ডিসেম্বর অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন বিডিআরসিএস-এর আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের পরিচালক আরিফা মেহেরা সিনহা। তিনি মাঠপর্যায়ে রোহিঙ্গা সাড়াদানের ক্ষেত্রে ক্রমবর্ধমান পরিচালনাগত চাপের বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
বিডিআরসিএস জানায়, প্রয়োজনীয় অর্থের অর্ধেকেরও কম বর্তমানে প্রাপ্য হওয়ায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ)। সেবার পরিসর সংকুচিত হয়েছে। এর ফলে অপুষ্টি বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি দুর্বল হওয়া এবং বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুরক্ষা ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। উল্লেখ্য যে, ২০২৪ সাল থেকে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গার আগমন বিদ্যমান নাজুক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
একটি জাতীয় মানবিক সংস্থা হিসেবে বিডিআরসিএস জরুরি সেবাগুলোকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি ‘মানবিক পুনর্বিন্যাস’-এর আহ্বান জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়:• বাংলাদেশি এনজিওগুলোর জন্য সরাসরি, পূর্বানুমেয় ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।• দাতা সংস্থার শর্ত সহজ করে স্থানীয় সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।• ক্যাম্প এলাকায় দুর্যোগ ঝুঁকি কমাতে পরিবেশ পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে।• পরিকল্পনা ও সমন্বয় প্রক্রিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: বছর শেষে জাতির উদ্দেশে ভাষণে কী বললেন ট্রাম্প
আরিফা মেহেরা সিনহা তার বক্তব্যে বলেন, স্থানীয় নেতৃত্বাধীন কার্যক্রম শুধু ব্যয়-সাশ্রয়ী নয়, বরং এই দীর্ঘস্থায়ী সংকটে মানবিক সহায়তা টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। নীতিনির্ধারকদের উচিত মানবিক মূল্যবোধ থেকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা যাতে এই জনগোষ্ঠীর সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত হয়।
অনুষ্ঠানে রোহিঙ্গা সংক্রান্ত একটি ইভেন্টে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম তার বক্তব্যে সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত ব্যাপক চাপ সত্ত্বেও বাংলাদেশের অব্যাহত মানবিক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতিশ্রুতি রক্ষা এবং নিরাপদ, স্বেচ্ছাসেবী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ টেকসই সমাধানের লক্ষ্যে দায়িত্ব ভাগ করে নেয়ার আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক জনগোষ্ঠীর জন্য আশ্রয়, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্বাস্থ্য, ওয়াশ এবং সুরক্ষা খাতে জীবনরক্ষাকারী সহায়তা প্রদান করে আসছে। ২০২৭ সালের পরবর্তী গ্লোবাল রিফিউজি ফোরামের আগে এই প্রগ্রেস রিভিউতে বিডিআরসিএস বৈশ্বিক অংশীদারদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তরের আহ্বান জানায়।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)