www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরমানিকগঞ্জে নির্বাচনী হাওয়া: মাঠ গোছাচ্ছেন তিন আসনের প্রার্থীরা

মানিকগঞ্জে নির্বাচনী হাওয়া: মাঠ গোছাচ্ছেন তিন আসনের প্রার্থীরা

Download Bangla.Top Android App
মানিকগঞ্জে নির্বাচনী হাওয়া: মাঠ গোছাচ্ছেন তিন আসনের প্রার্থীরা - Bangla24.Top281
মানিকগঞ্জে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। পাড়া-মহল্লা, হাট-বাজার থেকে শুরু করে অলি-গলি আর চায়ের দোকানে চলছে ভোটের সমীকরণ। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন জোর প্রচারণা। করছেন গণসংযোগ ও শোডাউন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।মানিকগঞ্জ জেলা গঠিত তিনটি সংসদীয় আসন নিয়ে। ইতোমধ্যেই তিনটি আসনেই আগামী নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থী এবং নেতাকর্মীরা রাজপথে সরব রয়েছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি অনেকেই জনসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে গণসংযোগ চালাচ্ছেন।
তরুণ ভোটার থেকে শুরু করে বিভিন্ন বয়সী ভোটাররা বলছেন, তারা দীর্ঘদিন পর বিশৃঙ্খলামুক্ত ভোটের মাঠ ও নিরাপদ ভোটকেন্দ্র চান। একইসঙ্গে উন্নয়নকামী, নির্ভীক সমাজকর্মী ও যোগ্য রাজনৈতিক ব্যক্তিকে বেছে নিতে চান তারা।
আরিফ নামের এক নতুন ভোটার বলেন, ‘আমি প্রথম ভোট দেব, তাই আমার ভোটটা স্বচ্ছ হতে চায়। আমি ভোটের সুন্দর পরিবেশ চাই।’
জিয়াসমিন আক্তার সাঁথিয়া নামের আরেক তরুণ ভোটার বলেন, ‘কখনও ভোট দিইনি। বিগত সময়ে ভোটের মারামারি ও উশৃঙ্খলতা দেখেছি। আগেই ভোট হয়ে যেত। এবার আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’ বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সি মানুষেরই চাওয়া একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়): এ আসনে বিএনপির পক্ষ থেকে এস এ জিন্নাহ কবীরকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া মাঠে কাজ করছেন কৃষক দলের সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজা, তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণায় আছেন এনডিএফ ঢাকা মহানগর উত্তরের সদস্য ডা. আবু বকর সিদ্দিক। এ আসনে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকসহ একাধিক প্রার্থী। তারা লিফলেট বিতরণসহ নানাভাবে গণসংযোগ করছেন।
মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও সদরের দুটি ইউনিয়ন): হরিরামপুর ও সিংগাইর উপজেলা এবং মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। এখানে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়া জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের প্রার্থীরাও প্রচার-প্রচারণা, শো-ডাউন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া): মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। জেলার এই হেভিওয়েট নেতা নিজের আসনসহ জেলার তিনটি আসনই নিজেদের দখলে আনার এবং উন্নয়ন কর্মকাণ্ডে শরিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য দলের প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন।
ভোটার পরিসংখ্যান: জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, মানিকগঞ্জের তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ২৬ হাজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৬৩ হাজার ২৫১ জন, নারী ভোটার ৬ লাখ ৬২ হাজার ৯৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
২০২৩ সালের পর ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত জেলায় নতুন ভোটার হয়েছেন ৬৫ হাজার ৭৭৫ জন। আগামী নির্বাচনে জেলায় ৫১৫টি কেন্দ্রের ২ হাজার ৫৮১টি কক্ষের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)