www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeগল্পকথার আসররুপাই – জসীম উদ্দীন

রুপাই – জসীম উদ্দীন

Download Bangla.Top Android App
রুপাই – জসীম উদ্দীন - Bangla24.Top145
এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল! কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া | জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু, গা-খানি তার শাওন মাসের যেমন তমাল তরু | বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, বিজলী মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল | কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরান লেখি জনম কালো, মরণ কালো, কালো ভূবনময়; চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়। সোনায় যে-জন সোনা বানায়, কিসের গরব তার’ রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার | কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন, তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন | সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ, কালো-বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক | যে কালো তার মাঠেরি ধান, যে কালো তার গাঁও! সেই কালোতে সিনান করি উজল তাহার গাও। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি রজারির গানে তাহার গলা উঠে সবার আগে, ‘শাল-সুন্দি-বেত’ যেন ও, সকল কাজেই লাগে বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগাল লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা, কেউ দেখেছ হেন? যদিও রূপা-নয়কো রূপাই, রূপার চেয়ে দামি, এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)