www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পপিতা মাতার প্রতি সন্তানের ভালোবাসা

পিতা মাতার প্রতি সন্তানের ভালোবাসা

Download Bangla.Top Android App
পিতা মাতার প্রতি সন্তানের ভালোবাসা - Bangla24.Top154
একদিন এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে রাতের খাবারের জন্য এক রেস্টুরেন্টে গেল। বাবা খেতে গিয়ে বারবার খাবার নিজের কাপড়ে ফেলছিলেন। রেস্টুরেন্টে থাকা অনেকেই অবাক চোখে দেখছিল, কেউ কেউ আবার বিরক্ত হয়ে তাকাচ্ছিলেন। কিন্তু ছেলেটি একটুও বিরক্ত হলো না। সে শান্তভাবে বাবার পাশে বসে ছিল। খাওয়ার শেষ হবার পর সে বাবাকে ওয়াশরুমে নিয়ে গেল। বাবার মুখ মুছে দিল, জামাকাপড় ঠিক করে দিল, চুল আঁচড়ে দিল, চশমা পরে দিল। সবাই চুপচাপ তাদের দেখছিল। ছেলেটি বিল মিটিয়ে বাবার হাত ধরে বাইরে বেরিয়ে যেতে লাগল। তখন এক বৃদ্ধ, যিনি রেস্টুরেন্টে বসে ছিলেন আর তাদের দেখছিলেন, ছেলেটিকে বললেন: তুমি কি কিছু রেখে যাচ্ছো এখানে? ছেলেটি মাথা নেড়ে বলল, না চাচা, আমি কিছুই রেখে যাচ্ছি না। বৃদ্ধ বললেন,না বাবা, তুমি এখানে রেখে যাচ্ছো একটা উদাহরণ, প্রত্যেক ছেলের জন্য একটা শিক্ষা, আর প্রত্যেক বাবার জন্য একটা আশা। ———————————– আমরা অনেকেই ভাবি, বৃদ্ধ বাবা-মা কষ্টের বোঝা। তাঁরা ঠিকভাবে হাঁটতে পারেন না, খেতে পারেন না, সকল জিনিস ভুলে যান, তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু মনে রেখো, একদিন তুমিও ছোট ছিলে, তোমার বাবা-মা ই তোমাকে কোলেপিঠে করে রেখেছিলেন, খাইয়েছিলেন, চোখের পানি মুছে দিয়েছিলেন, একটুও বিরক্ত না হয়ে। তাহলে আজ তাঁদের একটু ভালোবাসা, যত্ন আর সম্মান দেওয়া কি খুব কঠিন? বাবা-মা আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার। তাঁদের পাশে থেকে, যত্ন নাও, সময় দাও। কারণ একদিন… তুমিও বৃদ্ধ হবে।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)