www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পশিক্ষামূলক গল্প – গোয়ালা আর লোভী দোকানদার

শিক্ষামূলক গল্প – গোয়ালা আর লোভী দোকানদার

Download Bangla.Top Android App
শিক্ষামূলক গল্প – গোয়ালা আর লোভী দোকানদার - Bangla24.Top312
অনেক আগে এক গ্রামে বাস করত এক সাদাসিধে গোয়ালা। তার নাম ছিল হরিদাস। সে খুব সৎ, পরিশ্রমী আর সহজ-সরল মানুষ ছিল। সে প্রতিদিন ভোরবেলা উঠে তার গাভীগুলোর যত্ন নিত, দুধ দোয়াত এবং সেই দুধ থেকে দই ও মাখন তৈরি করত। তার স্ত্রী লক্ষ্মীও খুবই পরিশ্রমী ছিলেন। তিনি প্রতিদিন মাখন তৈরি করতেন। তারা মাখনগুলো ছোট ছোট গোল রোল বানিয়ে রাখতেন, প্রতিটি রোল হতো এক কেজি ওজনের। হরিদাস সেই মাখনের রোলগুলো শহরের একটি নির্দিষ্ট দোকানে নিয়ে গিয়ে বিক্রি করত। শহরের দোকানদারটি ছিল নামকরা, তার দোকানে বহু লোক আসত বাজার করতে। হরিদাস অনেকদিন ধরেই তার কাছে মাখন বিক্রি করত এবং বিনিময়ে দোকানদারের কাছ থেকে চিনি, চা, চাল, তেল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। একদিনের ঘটনা একদিন হরিদাসের স্ত্রী প্রতিদিনের মতো মাখন বানিয়ে হরিদাসকে দিলেন বিক্রি করার জন্য। হরিদাস মাখনগুলো ঝাঁপিতে ভরে শহরের দিকে রওনা হল। শহরে পৌঁছে সে সোজা দোকানদারের দোকানে গেল এবং মাখনের রোলগুলো দিল। দোকানদার আজ একটু অবসর পেয়েছিল। সে ভাবল, “আজ দেখি তো, হরিদাস ঠিকমতো মাখন দেয় কিনা!” সে এক এক করে প্রতিটি রোল ওজন করল। কিন্তু মাখনের রোল গুলো ওজন করতেই উনি দেখলেন , প্রতিটি রোলেই ওজন ১ কেজি নয়, বরং ৯০০ গ্রাম! সে রাগে ফুসে উঠল। মনে মনে ভাবল, “এই হরিদাস তো আমাকে প্রতারণা করছে! ১ কেজি বলেও ৯০০ গ্রাম দিচ্ছে!” সে সিদ্ধান্ত নিল, পরের বার হরিদাস এলে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। পরের সপ্তাহে… পরের সপ্তাহে হরিদাস আবার শহরে এল, সদা হাসিমুখে মাখনের রোল নিয়ে। সে দোকানে ঢুকতেই দোকানদার চিৎকার করে উঠল, – “প্রতারক! বের হয়ে যা আমার দোকান থেকে! তোকে আমি আর কখনও ব্যবসা করতে দেব না! ১ কেজি বলেও ৯০০ গ্রাম মাখন দিস? লজ্জা করে না?” হরিদাস হতভম্ব হয়ে গেল। তার চোখ ছলছল করতে লাগল। সে ধীরে ধীরে বলল, – “দাদা, আমি খুব গরিব মানুষ। আমার নিজের কোন দাড়িপাল্লা নেই। তাই আমি প্রতিবার আপনার কাছ থেকে এক কেজি চিনি নিই না? সেটা দিয়েই আমি ওজন মেপে মাখনের রোল বানাই। আমি ভাবতাম, আপনি যে চিনি দেন, সেটাই ঠিক ১ কেজি। তাই সেই চিনি এক পাশে রেখে মাখন দিতাম।” দোকানদার এবার থেমে গেল। সে বুঝতে পারল ভুলটা আসলে তার নিজের। সে নিজের ভুলে লজ্জায় মাথা নিচু করে ফেলল। হরিদাস কিছুই না বলে ধীরে ধীরে ফিরে গেল। শিক্ষা: যদি আপনি অন্যকে ঠকান, একদিন না একদিন আপনাকেও কেউ ঠকাবে। আবার, যদি আপনি সৎ হন, তখন সৎ ব্যবহারের প্রতিদানও পাবেন।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)