www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পশিয়াল ও ছাগলের শিক্ষণীয় গল্প

শিয়াল ও ছাগলের শিক্ষণীয় গল্প

Download Bangla.Top Android App
শিয়াল ও ছাগলের শিক্ষণীয় গল্প - Bangla24.Top275
একদিন এক শিয়াল অসাবধানতাবশত একটি গভীর কূয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে নিজে থেকে বের হতে পারল না। সে ভাবতে লাগল, কীভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। এদিকে, প্রচণ্ড তৃষ্ণার্ত একটি ছাগল পানি খুঁজতে খুঁজতে সেই কূয়োর কাছে এসে পৌঁছাল। কূয়োর ভেতর থেকে শিয়ালকে দেখে ছাগল জানতে চাইল, “ভাই শিয়াল, এই কূয়োর পানি কি পান করার মতো ভালো?” শিয়াল তখন নিজের দুরবস্থা গোপন রেখে হাসিমুখে উত্তর দিল, “অবশ্যই! এ কূয়োর পানি এত সুমিষ্ট যে আশপাশে আর কোথাও এমন পানি পাবে না। তুমি নেমে এসো, প্রাণভরে পানি খাও।” শিয়ালের মিষ্টি কথায় বিশ্বাস করে ছাগল দেরি না করে কূয়োর ভেতরে লাফিয়ে পড়ল এবং তৃপ্তি সহকারে পানি পান করল। এরপর সে শিয়ালকে ধন্যবাদ জানাল। তখন শিয়াল ছাগলকে বলল, “বন্ধু, এবার কিন্তু আমরা দুজনেই এখানে আটকে গেছি। তবে আমি একটা উপায় বের করেছি। তুমি যদি তোমার সামনের পা দুটো কূয়োর দেয়ালে ঠেকিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, তাহলে আমি তোমার পিঠ বেয়ে উঠে বাইরে চলে যেতে পারব। আমি একবার বের হলে তোমাকেও টেনে তুলে নেব।” ছাগল ভাবনাচিন্তা না করেই রাজি হয়ে গেল। সে দেয়ালে ভর দিয়ে দাঁড়াল, আর শিয়াল তার পিঠে চড়ে, শিং ধরে এক লাফে কূয়োর বাইরে বেরিয়ে এল। মুক্তি পেয়েই সে ছুটতে শুরু করল। ছাগল হতভম্ব হয়ে চিৎকার করে বলল, “শিয়াল ভাই, তুমি তো বলেছিলে আমাকেও উদ্ধার করবে!” শিয়াল তখন থেমে ঘুরে দাঁড়িয়ে বলল, “ওরে বোকার রাজা! বিপদের পথে নামার আগে যদি বুদ্ধি খাটাতি, তাহলে এই বিপদে পড়তে হতো না!” এ গল্পের শিক্ষাঃ যেকোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করা উচিত। ধূর্তদের মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভালো হয় না।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)