www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পচালাক গাধা ও তার বোঝার নীতি গল্প

চালাক গাধা ও তার বোঝার নীতি গল্প

Download Bangla.Top Android App
চালাক গাধা ও তার বোঝার নীতি গল্প - Bangla24.Top928
একদা দূর গ্রামের ধারে এক গাধা থাকত। গাধাটা ছিল একটু বোকাসোকা, তবে খুব পরিশ্রমী। সে গ্রামের এক ব্যবসায়ীর বোঝা বহন করত। ব্যবসায়ী চিনি কিনে গাধার পিঠে চাপিয়ে নিয়ে যেত আর সেই চিনি দূরের বাজারে বিক্রি করত। একদিন সকালে ব্যবসায়ী গাধার পিঠে চিনির বড় বড় বস্তা বেঁধে দিল। গাধার পিঠে তখন ভারী বোঝা, হাঁটতেই যেন কষ্ট হচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা একটা নদীর ধারে এল। গাধার খুব পিপাসা পেয়েছিল। তাই সে একটু পানি খাওয়ার জন্য নদীর ধারে নামল। কিন্তু নামতে গিয়েই হঠাৎ সে পিছলে গিয়ে ঢপাং করে নদীতে পড়ে গেল! মজার ব্যাপার হলো, নদীর পানিতে ভিজতেই চিনি গলে গিয়ে বোঝাটা একেবারে হালকা হয়ে গেল। গাধা হাঁটতে গিয়ে টের পেল, তার পিঠ একদম হালকা। সে খুব খুশি হলো। ভাবল, আরে বাহ! কী চমৎকার ব্যাপার! আমি যদি নদীতে পড়ি, তাহলে বোঝা হালকা হয়ে যায়। এ তো একদম নতুন আবিষ্কার! এরপর থেকে যখনই গাধার পিঠে চিনির বোঝা বাঁধা হতো, সে ইচ্ছে করে নদীতে হোঁচট খেত। পানিতে পড়লেই চিনি গলে যেত, আর বোঝা হয়ে যেত হালকা। গাধা মনের ভেতর খুশিতে নাচত। ব্যবসায়ী যদিও বিষয়টা টের পাচ্ছিল, তবুও কিছু বলত না। সে চুপচাপ দেখত, তার গাধা কতটা বুদ্ধিমান হয়েছে ভেবে। কিছুদিন পরে ব্যবসায়ী অন্য বাজার থেকে তুলা কিনে আনল। এবার সে তুলার বোঝা গাধার পিঠে চাপাল। তুলা তো দেখতে বড়, কিন্তু আসলে হালকা। তাই গাধার খুব একটা কষ্ট হচ্ছিল না। কিন্তু গাধা নদী দেখে খুশি হয়ে উঠল। সে মনে মনে ভাবল, আরে, এবারও তো আমি পানিতে পড়ে বোঝা হালকা করতে পারি! তাই নদীর মাঝখানে গিয়ে সে ইচ্ছে করে হোঁচট খেল। ছপাং করে পানিতে বসে পড়ল। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। তুলা পানিতে ভিজে একেবারে ভারী হয়ে গেল। যতই সে উঠে দাঁড়াতে চাইলো, বোঝা ততই ভারী হয়ে যাচ্ছিল। তার পিঠে বোঝা যেন পাহাড়ের মতো হয়ে গেল। গাধা খুব কষ্ট পেল। অতটা ভার বয়ে নেওয়া কি গাধার সাধ্য আছে! গাধার তখন বোঝার ভারে প্রাণ যায় যায় আর কি। গল্পের শিক্ষা গাধা আসলে জানত না চিনির বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় চিনি গলে যাওয়ার কারণে। অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায় আরো ভারী! আমরা মানুষেরাও ক্ষেত্রবিশেষে ঐ গাধার মতো ভুল করি। কখনো অহংকার কিংবা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কাজ করতে যাই যার কোনো বাস্তব ভিত্তি নেই। যে বিষয়ে আপনার কোনো জ্ঞান/অভিজ্ঞতা নেই, সে বিষয়ের উপর ঝুঁকি নিবেন না। ঝুঁকি নিতে হলে সেই বিষয়েই নিন, যেটা সম্বন্ধে আপনার কিছুটা হলেও জ্ঞান আছে। মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। সমাপ্ত

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)