www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeছোট গল্পসাইকোলজির স্টুডেন্ট বনাম আইনের ছাত্র

সাইকোলজির স্টুডেন্ট বনাম আইনের ছাত্র

Download Bangla.Top Android App
সাইকোলজির স্টুডেন্ট বনাম আইনের ছাত্র - Bangla24.Top156
লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম, “আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি? মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল, আমার সাথে রাত কাটাতে চাও? এত্ত বড় সাহস!? লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো, আমি সাংঘাতিক লজ্জা পেলাম! ঘণ্টা খানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল, ‘আমি সাইকোলজির স্টুডেন্ট।’ কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়, ‘সেটা খুব ভালো করে জানি?’ আমি চিৎকার করে উঠে বললাম, এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!? – এটা অনেক বেশি। লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকাল। মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল! আমি তার কানে কানে গিয়ে বললাম, ‘আমি আইনের ছাত্র! কীভাবে বিনা অপরাধে দোষী বানাতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি!

Related Posts

Categories #9

খবরাখবর(1110)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)