www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরসিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল - Bangla24.TopBangla24.Top
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৪ ডিসেম্বর) ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন হলান্ড। বাকি গোলটি এসেছে ফোডেনের পা থেকে। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের উপর চাপ আরও বাড়াল সিটিজেনরা।সেলহার্স্ট পার্কে প্রথম হাফটা খেলেছে প্যালেস। শুরু থেকেই সিটির উপর চড়াও হয় দুর্দান্ত ফর্মে থাকা লন্ডনের ক্লাবটি। তবে গোল করতে পারছিল না তারা।উল্টো ৪১তম মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। পাল্টা আক্রমণে ডান দিক থেকে নুনেসের ক্রসে হেডে গোল করেন হলান্ড। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সিটিজেনরা।দ্বিতীয় হাফে খেলাটা নিজেদের করে নেয় সিটি। ৬৯তম মিনিটে সিটিকে দ্বিতীয় গোলের উল্লাসে মাতান ফিল ফোডেন। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান সিটির ফরাসি তারকা চেরকি। বল পেয়ে ফোডেনকে বাড়িয়ে দেন তিনি। প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।আরও পড়ুন: লিভারপুলের জয়ে সালাহ'র অবদান, গড়লেন রেকর্ডও শেষ চার ম্যাচে ৬টি গোল করলেন ফোডেন। ৮৯তম মিনিটে প্যালেসের কফিনে শেষ পেরেকটি ঢোকান হলান্ড। ডি-বক্সে সিটির এক ফুটবলারকে ফাউল করেন প্যালেসের গোলরক্ষক হেন্ডারসন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন হলান্ড। এবারের লিগে ১৬ ম্যাচে ১৭ গোল হলো নরওয়ের তারকার।১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটিজেনরা। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

Related Posts

Categories #8

খবরাখবর(750)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(56)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)