www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরএকটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব: মাহফুজ আলম

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব: মাহফুজ আলম

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব: মাহফুজ আলম - Bangla24.TopBangla24.Top
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না।সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন,খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেয়া যাবে না। একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই।তিনি আরও বলেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উসকানি দেবেন এবং সন্ত্রাস চালাবেন; আমার ভাইয়ের ওপর গুলি চালাবেন, ভারত থেকে সন্ত্রাস চালালে আমরা বরদাশত করব না।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলামমাহফুজ আলম বলেন, ভিনদেশি অ্যাসেটরা হাদিকে মারার যুক্তি উৎপাদন করেছে। তাকে যখন মারা হয়েছে, তখন সবগুলো নীরব হয়ে বসে রয়েছে। কোনো কথা নেই, সবাই নাটক করছে আমাদের সঙ্গে।দেশের ভেতরের রাজনৈতিক লড়াই দেশের ভেতরেই মোকাবিলা করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, আমরা এই দেশের ভেতরের রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভেতরে মোকাবিলা করব। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে, যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে।

Related Posts

Categories #9

খবরাখবর(820)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(56)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
কিশোর গল্প(12)
চটি গল্প(1)