www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরশরণখোলায় পুকুরে মিললো যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

শরণখোলায় পুকুরে মিললো যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

শরণখোলায় পুকুরে মিললো যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা - Bangla24.Top165
বাগেরহাটের শরণখোলায় নিজ বাড়ির পাশের পুকুর থেকে সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সাব্বির হাওলাদার রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাঠে পড়েছিল মাথাবিহীন মরদেহ
সাব্বিরের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাব্বির চা খেতে দোকানে যায়। পরে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজা করা হলে তার মরদেহ পাওয়া যায়।
পূর্ব শত্রুতার কারণে ছেলে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাব্বিরের বাবা। তিনি অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবি জানান।
আরও পড়ুন:
আড়িয়াল খাঁ নদে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিরুল হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত কারণে জানার পর আইনগত ব্যবস্থা নেয়া হব।

Related Posts

Categories #9

খবরাখবর(847)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)