www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরটরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’

টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’

Download Bangla.Top Android App
টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’ - Bangla24.Top257
বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা পান্‌থ প্রসাদ।টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে গত ১২ ডিসেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকের ভূয়ষী প্রশংসা কুড়িয়েছে ‘সাবিত্রী’। চা শ্রমিক এক নারীর জীবনের গল্পে উঠে এসেছে শক্তিশালী ও মানবিক আখ্যান, যেখানে নারী মুক্তিযোদ্ধার সংগ্রাম, মাতৃত্ব এবং যুদ্ধ-পরবর্তী কঠিন বাস্তবতা চরমভাবে ফুটে উঠেছে।
আরও পড়ুন: ছায়ানটের ডিজিটাল প্লাটফর্মের বর্ষপূর্তিএ প্রসঙ্গে নির্মাতা পান্‌থ প্রসাদ সময় সংবাদকে জানান, ‘বিজয়ের মাসে প্রবাসী বাঙালি প্রাণকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুজ্জীবিত করতে পেরে দারুণ খুশি। এ ধরণের কাজের সুযোগ পেলে প্রজান্মন্তরের কাছে দেশের ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধির সর্বোচ্চ প্রয়াস থাকবে।’
আরও পড়ুন: কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’‘সাবিত্রী’ শুধু যুদ্ধের ইতিহাস নয়, এটি এক নারীর অসাধারণ সাহস, আত্মত্যাগ ও টিকে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ে সমাজ, রাষ্ট্র এবং বিচারপ্রক্রিয়ায় একজন নারীর জীবনের যে জটিল ও বেদনাবিধুর পথচলা- চলচ্চিত্রটি তা অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে।

Related Posts

Categories #9

খবরাখবর(886)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)