336
২০২৬ আসরের আইপিএল নিলামে নাম ছিল সাত বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু দুপুর, বিকেল ও সন্ধ্যা শেষেও তাদের কারও নাম উঠছিল না নিলামে। অনেক অপেক্ষার পর শেষমেশ রাতের শুরুতে নাম ওঠে মোস্তাফিজের।
আরও পড়ুন: ২৫ কোটি ২০ লাখ থেকে মাত্র ১৩ কোটি পাবেন গ্রিন, কিন্তু কেন
সঞ্চালকের মুখে বাংলাদেশি পেসারের নাম উচ্চারণ হতেই প্রথমে দাম হাঁকায় দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। এরপর যোগ দেয় কলকাতাও। তিন ফ্র্যাঞ্চাইজির কাড়াকাড়িতে দ্রুত দাম উঠতে থাকে টাইগার পেসারের। শেষ পর্যন্ত চেন্নাইকে হারিয়ে মোস্তাফিজকে নিজেদের করে নেয় কলকাতা। ২০১৬ সাল থেকে আইপিএলের আট মৌসুমে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথম কলকাতায় জায়গা হলো তার। তাও আবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে।
আইপিএল নিলামের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। ২০২১ সালে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। আট মৌসুম খেলা মোস্তাফিজও এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি। এবার তার মূল্য উঠলো ৯ কোটি ২০ লাখ রুপি।
আরও পড়ুন:
নিলামে দুই আনক্যাপড ক্রিকেটারের ইতিহাস, পেলো ৪৮ গুণ বেশি দাম
এদিকে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান
ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতায় খেলবেন মোস্তাফিজুর। আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি।
সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমি রেট ও ২৮.৪৫ গড়ে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ২০১৬ সালের অভিষেক আসরে হায়দরাবাদকে তাদের প্রথম শিরোপা জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটার মাস্টারের দিকে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ার সুখবর দিয়ে মুক্তি পেল ‘রইদ’-এর ট্রেলার
হাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর
মস্কোয় যেমন কাটছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের জীবন
হবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে গ্রেফতার ১৮
নান্নু-রাজ্জাকদের বিপক্ষে সহজ জয় তুলে নিলো রফিক-আশরাফুলরা