www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে গ্রেফতার ১৮

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে গ্রেফতার ১৮

Download Bangla.Top Android App
ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে গ্রেফতার ১৮ - Bangla24.Top45
যশোর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’এর অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ৩জন, চৌগাছা থানা থেকে ১ জন, শার্শা থানা থেকে ১ জন, কেশবপুর থানা থেকে ১ জন এবং অভয়নগর থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মনিরামপুর থানা এলাকা থেকে সর্বাধিক ৪ জন, বাঘারপাড়া থানা থেকে ২ জন এবং বেনাপোল থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।এদিকে ঝিকরগাছা থানা এলাকা থেকে এ অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া পৃথক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ৩ জনকে গ্রেফতার করেছে।আরও পড়ুন: মিছিলে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদ করায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরযশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে এক বা একাধিক মামলা রয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)