111
কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। মোজাহারুল রংপুর জেলার পীরগাছা থানার বাসিন্দা এবং কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন তারা। লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহেদুর রহমান জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে সড়কে ঝরেছে ৫০৭ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
সাতক্ষীরায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা ও ছেলে নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (৩০) ও তার ছেলে মোস্তাকিন (১২)। ছেলের বার্ষিক পরীক্ষা শেষে শারমিন খাতুন তালা উপজেলার খলিলনগর গ্রাম থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি নসিমন একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে আতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হন।
নিহত শরিফ হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ রঞ্জন দাশ জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অক্টোবরে সড়কে মৃত্যু বেড়েছে ৫.৭৫ শতাংশ: রোড সেফটি ফাউন্ডেশন
সিরাজগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর ঢাকার মিরপুর এলাকার মনিরামপুরের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মোটরসাইকেলে করে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন আকবর। পথে অজ্ঞাত একটি যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পদ্মা সেতুতে বাসের ধাক্কায় হেলপার নিহত
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় তোফায়েল মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে অর্থাৎ বিজয় দিবসের প্রথম প্রহরে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, ঢাকাগামী পদ্মা স্পেশাল পরিবহন হঠাৎ থেমে গেলে পেছনে থাকা বসুমতী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নির্বাচনী আচরণবিধি ভাঙায় যশোরে বিএনপির প্রার্থীকে শোকজ
ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির ধ্বংসাবশেষ সরাতে বাধা চলচ্চিত্রকর্মীদের
বিজয় দিবসে বঙ্গভবনে জমকালো সংবর্ধনার আয়োজন রাষ্ট্রপতির
বিজয়ের দিন দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি