www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরহাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর

হাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর

Download Bangla.Top Android App
হাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর - Bangla24.Top62
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির পেছনে বিদেশি কোনো চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে প্রাণিপ্রেমী রুহুলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘হাদির মতো এমন সুস্পষ্ট একজন নেতার এ রকম অবস্থা হবে কেন? এখানে নিশ্চয়ই বাইরের কোনো চক্র জড়িত।’
অবাধ সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করতে ভারতে বসে শেখ হাসিনা চক্রান্ত চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
আরও পড়ুন: হাদিকে গুলি: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই কবির?
দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করারও আহ্বান জানান রিজভী।গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)