95
নিহত শরিফ মিয়া (২৭) হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। আহতরা হলেন: একই গ্রামের ফহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)।
আহতদের স্বজনরা জানান, মঙ্গলবার তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া মারা যান।
আরও পড়ুন: হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে সংঘর্ষে আহত ৩০
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ রঞ্জন দাশ বলেন, ‘গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িতে হাদি-ভাসানীর ছবি
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ার সুখবর দিয়ে মুক্তি পেল ‘রইদ’-এর ট্রেলার
হাদিকে গুলির পেছনে বিদেশি চক্র জড়িত, সন্দেহ রিজভীর
মস্কোয় যেমন কাটছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের জীবন
ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে গ্রেফতার ১৮
নান্নু-রাজ্জাকদের বিপক্ষে সহজ জয় তুলে নিলো রফিক-আশরাফুলরা