www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরহবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

Download Bangla.Top Android App
হবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত - Bangla24.Top95
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফ মিয়া (২৭) হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। আহতরা হলেন: একই গ্রামের ফহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)।
আহতদের স্বজনরা জানান, মঙ্গলবার তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া মারা যান।
আরও পড়ুন: হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে সংঘর্ষে আহত ৩০
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ রঞ্জন দাশ বলেন, ‘গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)