www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরনান্নু-রাজ্জাকদের বিপক্ষে সহজ জয় তুলে নিলো রফিক-আশরাফুলরা

নান্নু-রাজ্জাকদের বিপক্ষে সহজ জয় তুলে নিলো রফিক-আশরাফুলরা

Download Bangla.Top Android App
নান্নু-রাজ্জাকদের বিপক্ষে সহজ জয় তুলে নিলো রফিক-আশরাফুলরা - Bangla24.Top74
বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ ম্যাচ। এদিন মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের দল শহীদ মুশতাক একাদশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানেই থামে শহীদ জুয়েল একাদশের ইনিংস।

আগে ব্যাট করতে নেমে দ্রুতই ফেরেন দুই ওপেনার হান্নান সরকার ও আশরাফুল। এরপর বাকি ব্যাটাররা ইনিংস মেরামত করেন। মোহাম্মদ রফিক করেন ১১ বলে ১৬ রান।

আরও পড়ুন: রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
তবে বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাদিফ চৌধুরী ও তুষার ইমরান। ২৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন নাদিফ। ২ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। আর তুষার ইমরান অপরাজিত থাকেন ২৭ বলে ৪২ রানে।

শহীদ জুয়েল একাদশের হয়ে বল হাতে সফল ছিলেন আব্দুর রাজ্জাক। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

আরও পড়ুন: আইপিএলের নিলামে অবিক্রীত তাসকিন
১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শহীদ জুয়েল একাদশ। দ্রুত সাজঘরে ফেরেন জাবেদ ওমর বেলিম। এরপর দলের হাল ধরেন শাহরিয়ার নাফিস। ৩৩ বলে খেলেন ৩৬ রানের ইনিংস।

তালহা জুবায়ের অপরাজিত থাকেন ১৯ বলে ২৬ রান করে। অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু অপরাজিত থাকেন ৮ বলে ২ রান করে। শেষ পর্যন্ত শহীদ জুয়েল একাদশের ইনিংস থামে ১০০ রানে। শহীদ মুস্তাক একাদশের হয়ে আশরাফুল, হাসিবুল হোসাইন শান্ত, মোহাম্মদ রফিক ও তুষার ইমরান একটি করে উইকেট শিকার করেন।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)