193
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে তোফায়েল মিয়া (২৭) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন।সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী পদ্মা স্পেশাল পরিবহন হঠাৎ থেমে গেলে পেছনে থাকা ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতখবর পেয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।