www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরমাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা, ভ্রাম্যমাণ আদালতে সাজা - Bangla24.TopBangla24.Top
চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন বাবা। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ছেলেকে কারাদণ্ড দেন।সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে তাকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের রফিক হোসেনের ছেলে টুটুল মিয়া একজন মাদক সেবনকারী। তিনি প্রতিনিয়ত নিজ বাড়িতেই মাদক সেবন করে মাতলামি করেন। ছেলের মাতলামি সহ্য করতে না পেরে এক পর্যায়ে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাদকাসক্ত ছেলে টুটুল মিয়াকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায় বাবা রফিক হোসেন। সেখানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।আরও পড়ুন: পিরোজপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবাছেলেকে আইনের হাতে তুলে দেয়ার বিষয়ে বাবা রফিক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সে মাদকসেবন করে আসছে। শতচেষ্টা করেও আমি তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। সে মাতলামি করে পরিবারে অশান্তি সৃষ্টি করছে। এখন বাধ্য হয়েই তাকে আইনের হাতে তুলি দিয়েছি।’

Related Posts

Categories #9

খবরাখবর(820)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(56)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
কিশোর গল্প(12)
চটি গল্প(1)