123
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি খোলা মাঠ থেকে মাথাবিহীন অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন।পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে একটি খোলা মাঠের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।আরও পড়ুন: শীতলক্ষ্যায় ভেসে উঠল অজ্ঞাতপরিচয় যুবকের মাথাবিহীন মরদেহপুলিশ জানায়, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মরদেহের মাথা বিচ্ছিন্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ মাঠের মধ্যে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।