www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরমেয়ের জন্য দোয়া চাইলেন গায়ক ইমরান

মেয়ের জন্য দোয়া চাইলেন গায়ক ইমরান

মেয়ের জন্য দোয়া চাইলেন গায়ক ইমরান - Bangla24.TopBangla24.Top
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বাবা হয়েছেন সোমবার (১ ডিসেম্বর)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।বাবা হওয়ার সুখবরের পর আরেক পোস্টে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। পোস্ট দিয়ে ইমরান লিখেছেন, ‘গতকাল আমাদের জীবনের এক সুন্দর অধ্যায় পূর্ণ হলো। আমার মেয়ের আকিকা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।’মেয়ের জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যা মাহনূর মাহমুদুল ইনায়াকে। দোয়া রাখবেন সবাই।’
আরও পড়ুন: নদীর
তুমিহীনা
গানটি যে কারণে বিশেষএদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ইমরানের মেয়ের জন্য দোয়া করেছেন। একজন লিখেছেন, ‘দোয়া ও শুভকামনা সব সময়ের জন্য।’ আরেকজন লিখেছেন, ‘অনেক অনেক দোয়া রইলো মামনিটার জন্য। দোয়া করি আপনার মতোই একটা উজ্জ্বল নক্ষত্র হোক সোনামণিটা।’
আরও পড়ুন: বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুলউল্লেখ্য, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে বহু শিল্পী প্রাণ পেয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Related Posts

Categories #9

খবরাখবর(820)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(56)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
কিশোর গল্প(12)
চটি গল্প(1)