265
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।জামায়েতের এই মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শূরা সদস্য অ্যাড, রহমতউল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলার সভাপতি মো. আবদুস সালামসহ দলীয় নেতাকর্মীরা। রাঙ্গামাটি আসনে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ।মনোনয়নপত্র সংগ্রহ শেষে রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক বলেন, ২৯৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদের পক্ষে আজ আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। উনি একজন সর্বজন সমাদৃত ব্যক্তি। আমরা আশা করছি আগামী নির্বাচনে রাঙ্গামাটির সকল সম্প্রদায়ের মানুষ উনাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।আরও পড়ুন: পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলমতিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা এখনো পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। আমরা বিশ্বাস রাখতে চাই প্রধান উপদেষ্টা যেভাবে সর্বজন স্বীকৃত একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন বলে ঘোষণা করেছেন সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে একই দিনের গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।