35
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মতলব পৌরসভার ভাঙারপাড় এলাকা থেকে নুরুল ইসলাম সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
একই রাতে মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার নারায়ণপুর পৌর এলাকা থেকে ফারুক পাটোয়ারী এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক পাটোয়ারী নারায়ণপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাইফুল ইসলাম একই ওয়ার্ডের যুবলীগ নেতা।
আরও পড়ুন: চাঁদপুরে ওলামা লীগ সভাপতি গ্রেফতার
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে এ থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকেও আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই অভিযানের অংশ হিসেবে জেলার ফরিদগঞ্জ উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
খাগড়াছড়িতে নিরাপত্তা জোরদার বিজিবির
ডিসেম্বরের ১৭ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের বলে দাবি ট্রাম্পের শীর্ষ সহযোগীর
পতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ আটক ১
কক্সবাজারে বিচ কার্নিভাল শেষে বিজয়ের মুকুট আঞ্জুমানের
শিউরে ওঠা সিয়ামের ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক