www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরডিসেম্বরের ১৭ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ডিসেম্বরের ১৭ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Download Bangla.Top Android App
ডিসেম্বরের ১৭ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স - Bangla24.Top179
চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৭০ লাখ বা ২.০০৭ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৬ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আরও পড়ুন: অর্থবছরের প্রথম ৫ মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগেএছাড়া গত ১৭ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৫০৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ৭০ শতাংশ।
এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)