www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরআরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ

Download Bangla.Top Android App
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ - Bangla24.Top50
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে থাকছেন লুইস সুয়ারেজ। জানুয়ারিতে ৩৯ বছরে পা দিতে চলা এই উরুগুইয়ান স্ট্রাইকার ২০২৬ এর এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিতে খেলার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) এক ঘোষণায় ক্লাবটি এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।এমএলএসের টানা দুইবারের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে উদ্বোধনী মৌসুমে জুটি বাঁধবেন সুয়ারেজ। মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত এই স্টেডিয়ামেই খেলবে ইন্টার মায়ামি। এটি হবে ইন্টার মায়ামির হয়ে সুয়ারেজের তৃতীয় মৌসুম।বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আয়াক্সের সাবেক এই তারকা গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন। তবে এমএলএস কাপ প্লে-অফের শেষ চার ম্যাচে তার ভূমিকা ছিল সীমিত এবং ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচে তিনি খেলেননি।আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!২০২৪ মৌসুমের আগে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ এবং ক্লাবটিকে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জিততে সহায়তা করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করেন। নিয়মিত মৌসুমে তার ২০ গোল ছিল, যা এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ। মেসির সঙ্গে যৌথভাবে সেই অবস্থানে ছিলেন।মৌসুম শেষের পর ইন্টার মায়ামির দলে কিছু পরিবর্তন এসেছে—অভিজ্ঞ খেলোয়াড় জর্দি আলবা ও সার্জিও বুসকেটস অবসর নিয়েছেন। আগামী মৌসুমের জন্য দল গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ক্লাবটি গত সপ্তাহে ডিফেন্ডার ইয়ান ফ্রের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেয়, যা ২০২৮–২৯ মৌসুম পর্যন্ত কার্যকর থাকবে।

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)