www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরপ্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

Download Bangla.Top Android App
প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার - Bangla24.Top46
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৩ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৫৪ হাজার ১২৩ জন ও নারী ২৯ হাজার ৫৪৯ জন।এছাড়া পোস্টাল ভোট বিডি অ্যাপে দেশের মধ্য থেকে নিবন্ধন করেছেন ৫২ হাজার ১৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৫১ হাজার ৯৫৫ জন এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬০ জন। দেশের মধ্যে পুরুষ ভোটার নিবন্ধন করেছেন ৫০ হাজার ৩৮২ জন ও নারী ভোটার এক হাজার ৬৩৩ জন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর নিবন্ধনযেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)