www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবর২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

Download Bangla.Top Android App
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার! - Bangla24.Top96
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তি নবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি এই তারকা অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকার ব্যাপারে ক্লাবের সঙ্গে একমত হয়েছেন।চলতি মাসের শেষেই সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। লিওনেল মেসির ইন্টার মায়ামিসহ একাধিক ক্লাবের গুঞ্জন থাকলেও নেইমার সান্তোসকেই প্রাধান্য দিয়েছেন। গত জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এরই মধ্যে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত মৌসুমে ক্লাবকে অবনমন থেকে বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক বার্সা তারকা। ধারণা করা হচ্ছে, তিনি আরও ছয় মাসের জন্য চুক্তি বাড়াবেন, যা তাকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার সুযোগ করে দেবে।এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটলেও নেইমারকে শীঘ্রই হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। গত মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই খেলেছিলেন তিনি। এই অস্ত্রোপচারের কারণে তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।আরও পড়ুন: কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’
গত দুই বছর জাতীয় দলের বাইরে থাকলেও নেইমারের চোখ এখন ২০২৬ বিশ্বকাপ। তিনি বলেছেন, ‘জাতীয় দলে ফেরাটা আমার স্বপ্ন। আমার এখনও একটা মিশন বাকি (বিশ্বকাপ), যা হয়তো আমার শেষ সুযোগ। আমি এর জন্য লড়ব।’তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাম দেখে কাউকে দলে নেয়া হবে না। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল গ্রুপে রয়েছে হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। কোচ আনচেলত্তি গ্রুপটিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)