67
উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতামূলক সহাবস্থানে থাকে, তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে।’
নির্বাচনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।’
এ সময় তিনি অসুস্থ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই, ওসমান হাদির সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
আরও পড়ুন: হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
কৃষি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধানের ফলন ভালো হয়েছে।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ প্রমুখ।
জেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ
দয়া নয়, একটি সম্মানজনক আসন সমঝোতা হবে: সাইফুল হক
প্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশদ তৃতীয় ওভারে খরুচে
খাগড়াছড়িতে নিরাপত্তা জোরদার বিজিবির
ডিসেম্বরের ১৭ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের বলে দাবি ট্রাম্পের শীর্ষ সহযোগীর