www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরপ্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশদ তৃতীয় ওভারে খরুচে

প্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশদ তৃতীয় ওভারে খরুচে

Download Bangla.Top Android App
প্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশদ তৃতীয় ওভারে খরুচে - Bangla24.Top124
উইকেট না পেলেও বিগ ব্যাশ অভিষেকটা ভালোই হয়েছিল রিশাদ হোসেনের। সিডনি থান্ডারের বিপক্ষে জয়ের ম্যাচে প্রথম ২ ওভারে ১০ রান দিয়ে চাপ তৈরি করেছিলেন, শেষ পর্যন্ত ৩ ওভারে দিয়েছিলেন ১৮। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে আজ খেলেছেন দ্বিতীয় ম্যাচ, এ ম্যাচ দিয়ে উইকেটের আক্ষেপ ফুরিয়েছে তার।স্টার্সকে ১৫৯ রানের লক্ষ্য দিয়ে হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিস রিশাদ হোসেনের হাতে বল তুলে দিয়েছিলেন পাওয়ার প্লের শেষ ওভারে। ৪ রান খরচের ওভারে থমাস রজার্সকে বানান নিখিল চৌধুরীর ক্যাচ। পরের ওভারে ১০ রান খরচ করলেও রিশাদ নেন জো ক্লাকের উইকেট। ক্লার্ক ক্যাচ দেন রিলে মেরেডিথকে।প্রথম দুই ওভারে রিশাদ আস্থার প্রতিদানই দেন। মেলবোর্নের দুটি উইকেটই নিয়েছিলেন তিনি। পুরো ম্যাচে অবশ্য মেলবোর্ন আর উইকেট হারায়নি। পরের ওভারে মার খান বাংলাদেশি লেগি। স্ট্রাইকে ছিলেন মার্কান স্টোইনিস। দুই চার ও এক ছয় হাঁকালে ওই ওভারে ১৯ রান উঠে। রিশাদের কোটা পূরণ হওয়ার আগেই বোলিং ফিগার দাঁড়ায় এমন—৩-০-৩৩-২।আরও পড়ুন: এক ওভারে ১ রান খরচায় মোস্তাফিজের ৩ উইকেটএলিস রিশাদকে আর বোলিং দেননি। গত ম্যাচেও বাংলাদেশি স্পিনার ৩ ওভার বল করেছিলেন। হোবার্ট আগের ম্যাচে জিতলেও এই ম্যাচে পারেনি। তাদের ৮ উইকেটে হারিয়েছে। ২ উইকেট পড়ার পর স্টোইনিস ও ক্যাম্পবেল কেলাওয়ে ৪ ওভার হাতে রেখেই ম্যাচ শেষ করে আসেন। ৩১ বলে স্টোইনিস করেন ৬২, ২৭ বলে ক্যাম্পবেল ৪১।হোবার্টের হয়ে খরুচে ছিলেন ক্রিস জর্ডানও। ৩ ওভারে ৪১ রান খরচ করেন তিনি। নাথান এলিস ৩ ওভারে ২৮, মেরেডিথ ও রেহান আহমেদ ২ ওভারে ১৮ করে, বিলি স্টানলেক ৩ ওভারে দেন ১৯ রান।হোবার্ট পরের ম্যাচ খেলবে মেলবোর্ন রেনেগাদসের বিপক্ষে। ২১ ডিসেম্বর সাইমন্ডস স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ২টায়।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)