www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন ড. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন ড. মিজানুর রহমান

Download Bangla.Top Android App
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের  মনোনয়ন নিলেন ড. মিজানুর রহমান - Bangla24.Top32
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।দলীয় নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ করেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। মনোনয়ন ফরম উত্তোলনের পর তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম তুলে নিরাপত্তা চাইলেন জামায়াত নেতা বুলবুলতিনি বলেন, গত ১৭ বছরে আমাদের যেমন নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি, তেমনি দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সুযোগ হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি বাছাই করার।এ সময় আরও উপস্থিত ছিলেন: জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলার জামায়াতের আমির ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলার জামায়াতের আমীর ইমামুল হোদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুলসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সমর্থকরা।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)