www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeগল্পকথার আসরএকটি পাখি – শামসুর রাহমান

একটি পাখি – শামসুর রাহমান

একটি পাখি – শামসুর রাহমান - Bangla24.TopBangla24.Top
বহু দূরের পথ পেরিয়ে, বন পেরিয়ে এই শহরে আসবে উড়ে একটি পাখি ভাল। তার দু চোখে মায়াপুরীর ছায়া আছে, দূর পাতালের স্বপ্ন আছে. আছে তারার আলো। সেই পাখিটা এই শহরে আসবে বলে পথে ধারে ভিড় জমেছে, সবাই তাকায় দূরে। চোখগুলো সব আকাশ পারে বেড়ায় সেই- মস্ত রঙিন পাখা নেড়ে আসবে পাখি উড়ে। রাঙা ঠোঁটের সেই পাখিটা ঝড়ে-কাঁপা আকাশ ছেড়ে নামবে পথে, সবাই নেবে পিছু। সেই পাখিটা স্বর্গপথের নানান গানে শহরটাকে করবে মধুর, বলবে খবর কিছু। কিন্তু কোথায় সেই পাখিটা? এই শহরে বাজল না তার পাখা দুটি। আকাশ করে ধু-ধু। শহরবাসী ক্লান্ত হয়ে ফিরল ঘরে, সবাই ঘুমে সেই পাখিটার স্বপ্ন দেখে শুধু।

Related Posts

Categories #9

খবরাখবর(820)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(56)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
কিশোর গল্প(12)
চটি গল্প(1)