www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পশিক্ষামূলক গল্প – ভালো কাজের ফল

শিক্ষামূলক গল্প – ভালো কাজের ফল

Download Bangla.Top Android App
শিক্ষামূলক গল্প – ভালো কাজের ফল - Bangla24.Top109
এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি বানাত এক কুঁজো বুড়ির জন্য। রুটিটি তিনি তার জানালায় রেখে দিতেন যেন বুড়ি সহজেই সেখান থেকে নিয়েযেতে পাড়েন। কিন্তু কুঁজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বিড় করে বলত – খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বিরক্ত হত কারন সে কোনো দিন কৃতজ্ঞতা জানাত না। কিন্তু তারপরও মহিলাটি বুড়ির জন্য প্রতিদিন রুটি বানিয়ে জানালায় রাখত। আর কুঁজোও সব সময় রুটিটি নিয়েযেত আর বিড়বিড় করে একই কথা বলত। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বুড়ির উপর বিরক্ত হয়ে একদিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল। কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকল। তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে আবার নতুন একটা রুটি রাখল জানালায়। বুড়ি এসে রুটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল – খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে। ওদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। ৪-৫ মাস ধরে তার কোনো খোঁজ নেই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত। ওইদিন হঠাৎ মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল। দরজা খুলে দেখল তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুব করুন। সে ছিল খুব ক্ষুধার্ত আর রোগা। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেদে উঠল এবং বলতে লাগল – আমি হয়তো আজ ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুঁজো বুড়িকে অনুরোধ করায় সে আমাকে একটা রুটি দিয়ে বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে। কিন্তু আজকে মনে হচ্ছে তোমার এই রুটিটা আমার চেয়ে বেশি দরকার। এইটা তুমি নাও। সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম। মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ঐ রুটিটাই তার ছেলে কুঁজো বুড়ির থেকে পেয়েছে। তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত এবং বুড়ি সেটা নিয়ে যেতো তাহলে তার ছেলে আজ মারা যেত। উপদেশ খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।

Related Posts

Categories #9

খবরাখবর(1233)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)