www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পএক রাজা ও তার দুধের পুকুর

এক রাজা ও তার দুধের পুকুর

Download Bangla.Top Android App
এক রাজা ও তার দুধের পুকুর - Bangla24.Top171
একদা এক রাজা তার লোকদের একটি পুকুর খনন করতে বলল। পুকুরটা খনন করা হলে রাজা ঘোষনা করে দিল রাজ্যের প্রতিটি ঘর থেকে এক গ্লাস করে দুধ নিয়ে আসতে হবে। আর রাতে তা পুকুরে দিতে হবে। সকালে রাজা দেখতে চায় তার পুকুর দুধ দিয়ে পূর্ণ হয়েছে। রাজার এ আদেশ শুনে প্রত্যেকে নিজ নিজ ঘরে ফিরে এল। এক লোক রাতে রাজার পুকুরে দুধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তার মাথায় এক চিন্তা এল। সে ভাবল। যেহেতু সবাই রাজার পুকুরে এক গ্লাস করে দুধ দিবে। আমি যদি দুধের পরিবর্তে এক গ্লাস পানি দিই তাহলে কেউ এটা ধরতে পারবে না। কারণ সবাই গভীর রাতে দুধ দেবে। রাতের অন্ধকারে আমি কি দিচ্ছি তা কেউ বুঝতে পারবে না । সবাই মনে করবে আমি দুধই দিচ্ছি। এই চিন্তা করে লোকটি মনে মনে ভাবল আমি দুধের পরিবর্তে পানিই দেব। রাতে সে তাড়াতাড়ি গিয়ে এক গ্লাস পানি রাজার পুকুরে দিয়ে আসলো। পরদিন রাজা তার দুধের পুকুর দেখতে এল। একি পুকুর পানিতে ভর্তি। দুধের কোন চিহ্ন এখানে দেখা যাচ্ছে না। রাজার পুকুর পানিতে পূর্ণ। আসলে প্রতিটি লোকই ভেবেছিল অন্য একজনে দুধ দেবে তাই আমি পানি দিই। এভাবেই রাজার পুকুর পানিতে পূর্ণ হয়ে গেল। এই গল্পটি থেকে এক গভীর শিক্ষা পাই। যখন কোনো ভালো কাজ করার সুযোগ আসে, তখন ভাববেন না যে আর কেউ এ কাজটি করবে,তাই আপনার কষ্ট করার দরকার নেই। বরং ভাববেন যে ভাল কাজটা আপনার থেকেই শুরু হবে, যদি আপনি না করেন তাহলে কেউ করবে না।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)