www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeশিক্ষামূলক গল্পচালাক বাবা আর ছেলের শিক্ষণীয় গল্প

চালাক বাবা আর ছেলের শিক্ষণীয় গল্প

Download Bangla.Top Android App
চালাক বাবা আর ছেলের শিক্ষণীয় গল্প - Bangla24.Top109
একবার এক বাবা তার ছেলের সঙ্গে দেখা করতে শহরে এলেন। ছেলে শহরে একটি ফ্ল্যাটে থাকত। বাবা এসে দেখলেন, ছেলের সঙ্গে আরেকজন সুন্দরী তরুণীও একই বাড়িতে থাকছে। রাতে সবাই একসঙ্গে খেতে বসলো। বাবা একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, “এই মেয়েটি কে রে? তোমার কি ওর সঙ্গে সম্পর্ক আছে নাকি?” ছেলে একটু হেসে বলল, “না বাবা, না! তুমি যেটা ভাবছো, বিষয়টা তেমন না। ও আমার রুম পার্টনার। আমরা একসাথে থাকি ঠিকই, কিন্তু আমাদের আলাদা ঘর, আলাদা বিছানা। আমরা কেবল ভালো বন্ধু।” বাবা মাথা নেড়ে বললেন, “আচ্ছা, ঠিক আছে।” এরপর বাবা কয়েকদিন থাকলেন এবং তারপর নিজ গ্রামে ফিরে গেলেন। কিছুদিন পর মেয়েটি ছেলেটিকে বলল, “তোমার বাবা যেদিন রাতে খেয়েছিলেন, তার পর থেকে আমার সবচেয়ে প্রিয় প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ, হয়তো ভুল করে উনি নিয়ে গেছেন।” ছেলে খুব রেগে গিয়ে বলল, “তুমি কী বলছো! আমার বাবাকে চোর বলছো নাকি?” মেয়েটি শান্তভাবে বলল, “না না, আমি শুধু বলছি, একবার জিজ্ঞেস করো না কেন? যদি ভুলবশত নিয়ে যান, তাহলে হয়তো ফেরত দেবেন।” ছেলে বলল, “ঠিক আছে, আমি জিজ্ঞেস করব” পরদিন ছেলে বাপকে একটা ই-মেইল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে, যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট । ইতি, আপনার ছেলে। এক ঘন্টা পরই বাবার জবাব এলো। আমি এটা বলছি না যে তোমার রুম পার্টনার রাতে তোমার সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে তোমার রুম পার্টনার রাতে তোমার সাথে ঘুমায় না । তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। ইতি তোমার বাবা।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)