www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরআড়িয়াল খাঁ নদে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

আড়িয়াল খাঁ নদে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

Download Bangla.Top Android App
আড়িয়াল খাঁ নদে নারীর ভাসমান মরদেহ উদ্ধার - Bangla24.Top25
মাদারীপুরের আড়িয়াল খা নদে হনুফা বেগম নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খাঁ নদে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়।খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি হনুফা বেগমের বলে শনাক্ত করে।আরও পড়ুন: নদীতে শিশুর ভাসমান মরদেহ, হাতের ব্রেসলেট দেখে শনাক্ত করলেন বাবাএ দিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে হনুফা বেগম বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হানুফার বলে শনাক্ত করা হয়।শিবচর কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)