www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বুবলী

ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বুবলী

Download Bangla.Top Android App
ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বুবলী - Bangla24.Top132
চিত্রনায়িকা শবনম বুবলী কাজের বাইরে ছেলেকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন। ভক্তদের জন্য পারিবারিক ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহান বিজয় দিবসে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বুবলী।ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলী তার ফেসবুকে লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ ক্যাপশনের সঙ্গে একটি পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।ছবি দেখে অনুরাগীরা বলছেন, ছেলে বীরের স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নায়িকা। বিশেষ দিনের বিশেষ মুহূর্ত স্মৃতিতে ধরে রাখলেন তিনি।
আরও পড়ুন: নতুন বছরেই ‘গোলাপ’ দিয়ে সুবাস ছড়াবেন পরীকিছু দিন আগে বুবলী তার জীবনের ৩৭তম জন্মদিন পূর্ণ করেন। তবে অন্যবারের মতো এবারের জন্মদিন ছিল একেবারে ভিন্ন।
পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পরিবর্তে বিশেষ দিনটি নায়িকা উদ্‌যাপন করেছেন বৃদ্ধাশ্রমে। প্রবীণ বাবা-মায়েদের স্নেহের ছায়ায় দিনটি কাটিয়ে তাদের হাতে তুলে দেন ভালোবাসার উপহার।নায়িকার মানবিক এ আচরণ পছন্দ করেছেন নেটিজেনরা। নিজের মতামত জানিয়ে এক ভক্ত লেখেন, ‘যেখানে জন্মদিনে পরীমণি বিশাল আয়োজন করে নাচানাচি করে সেই খানে বুবলীর এমন ভিন্নভাবে আয়োজন সত্যিই অসাধারণ।’
আরও পড়ুন: জোড়া সুখবর দিলেন অপু বিশ্বাসবর্তমানে ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন বুবলী। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ বেশকিছু সিনেমা।

Related Posts

Categories #9

খবরাখবর(902)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
ইসলামিক গল্প(44)
কিশোর গল্প(32)
রম্য গল্প(21)
চটি গল্প(1)