www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরমাদুরো-গুতেরেস ফোনালাপ, কী আলোচনা হলো?

মাদুরো-গুতেরেস ফোনালাপ, কী আলোচনা হলো?

Download Bangla.Top Android App
মাদুরো-গুতেরেস ফোনালাপ, কী আলোচনা হলো? - Bangla24.Top27
ভেনেজুয়েলাকে ঘিরে তৈরি হওয়া নতুন উত্তেজনার মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) এই ফোনালাপে ভেনেজুয়েলার তেল ট্যাংকারগুলোর ওপর যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ‘সর্বাত্মক অবরোধ’ নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মহাসচিব মাদুরোকে স্পষ্টভাবে জানিয়েছেন—সব দেশকে আন্তর্জাতিক আইন মানতে হবে। বিশেষ করে জাতিসংঘ সনদ অনুযায়ী শান্তিপূর্ণ আচরণ ও সংযম দেখানো জরুরি। গুতেরেস বলেন, এখন সবচেয়ে প্রয়োজন উত্তেজনা কমানো, যাতে পুরো অঞ্চল শান্ত ও স্থিতিশীল থাকে।এর আগে, গত সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল ট্যাংকারগুলোর ওপর সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলায় তেল আনা–নেয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উত্তর উপকূলে মার্কিন সেনাদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে: ট্রাম্প
ভেনেজুয়েলা এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘আন্তর্জাতিক চুরি’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটি আরও দাবি করেছে, ট্রাম্প ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখল করতে চাইছেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর, ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বাহিনী একটি অবরুদ্ধ তেল ট্যাংকার বাজেয়াপ্ত করে, যার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। জাতিসংঘ এ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)