www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরম্যাচ শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইংলিশ ফুটবলারের

ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইংলিশ ফুটবলারের

Download Bangla.Top Android App
ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইংলিশ ফুটবলারের - Bangla24.Top25
ক্লাবের হয়ে ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ ফুটবলার ইথান ম্যাকলিয়ড। মাত্র ২১ বছর বয়সি এই রাইট উইঙ্গার ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাকলসফিল্ডের হয়ে খেলতেন।ইংল্যান্ডের ন্যাশনাল লিগ নর্থে বুধবার (১৭ ডিসেম্বর) বেডফোর্ড টাউনের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ম্যাকলেসফিল্ড। ওই ম্যাচে বদলি তালিকায় নাম ছিল ইথানের। তবে ম্যাচে নামানো হয়নি তাকে।
বাড়ি ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ইথান নিজেই। স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৪০ মিনিটে নর্থ্যাম্পটনের কাছে তার চালানো মার্সিডিজ গাড়ি সড়কের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খায়।আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!
এক বিবৃতিতে ম্যাকলেসফিল্ড ক্লাব জানায়, ‘ইথানের মৃত্যু আমাদের পুরো ক্লাবকে ভেঙে দিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। এই ক্ষতির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের নেই।’বার্মিংহামে জন্ম নেয়া ইথান কিশোর বয়সে ১০ বছর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (ওলভস) একাডেমিতে কাটান। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইএফএল ট্রফিতে খেললেও মূল দলে অভিষেক হয়নি তার।ম্যাকলেসফিল্ডের পরবর্তী লিগ ম্যাচ আগামী শনিবার (২০ ডিসেম্বর) আলফ্রেটন টাউনের বিপক্ষে। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ক্লাবটি।

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)