25
বাড়ি ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ইথান নিজেই। স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৪০ মিনিটে নর্থ্যাম্পটনের কাছে তার চালানো মার্সিডিজ গাড়ি সড়কের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খায়।আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!
এক বিবৃতিতে ম্যাকলেসফিল্ড ক্লাব জানায়, ‘ইথানের মৃত্যু আমাদের পুরো ক্লাবকে ভেঙে দিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। এই ক্ষতির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের নেই।’বার্মিংহামে জন্ম নেয়া ইথান কিশোর বয়সে ১০ বছর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (ওলভস) একাডেমিতে কাটান। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইএফএল ট্রফিতে খেললেও মূল দলে অভিষেক হয়নি তার।ম্যাকলেসফিল্ডের পরবর্তী লিগ ম্যাচ আগামী শনিবার (২০ ডিসেম্বর) আলফ্রেটন টাউনের বিপক্ষে। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ক্লাবটি।
বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
‘সরকারি বাসভবন ছাড়েননি আসিফ-মাহফুজ’, ‘হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন’
২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন!
ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি
হাজারীবাগে হোস্টেলে মিলল এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ
৮ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ব্যয় বেড়ে আড়াই গুণ