www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি

ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি

Download Bangla.Top Android App
ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে সিটি - Bangla24.Top35
ইংলিশ লিগ কাপে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোল করেন সাভিনহো এবং রায়ান শেরকি। সেমিফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে সিটি।ইংলিশ লিগ কাপে সিটির নিয়মিত একাদশ থেকে বেশকিছু পরিবর্তন আনেন পেপ। তবুও বল দখল ও আক্রমণের আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা।ম্যাচের ৩২তম মিনিটে রায়ান শেরকির অসাধারণ এক গোলে এগিয়ে যায় সিটি। কর্নার থেকে ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে শেরকির কাছে বল দেন। ডি-বক্সের বাইরে থাকা এই ফরাসি মিডফিল্ডার বল পেয়েই দুর্দান্ত এক গোল করেন। প্রথম হাফে আর গোল হয়নি।আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলের পরও চতুর্থ সারির ক্লাবের বিপক্ষে জিততে গলদঘর্ম রিয়াল
ম্যাচের ৬৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সিটি। সাভিনহো ডি-বক্সের বাইরে থেকে চিপ করেন সতীর্থকে বল দেয়ার জন্য। তবে তা ব্রেন্টফোর্ডের খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে ঢুকে যায়। এই দুই গোলের পর আরও গোল করার চেষ্টা করে সিটি। তবে গোল করতে পারেনি তারা।এদিকে রাতের আরেক ম্যাচে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। সেমিতে সিটির বিপক্ষে খেলবে তারা।

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)