www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবর‘সরকারি বাসভবন ছাড়েননি আসিফ-মাহফুজ’, ‘হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন’

‘সরকারি বাসভবন ছাড়েননি আসিফ-মাহফুজ’, ‘হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন’

Download Bangla.Top Android App
‘সরকারি বাসভবন ছাড়েননি আসিফ-মাহফুজ’, ‘হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন’ - Bangla24.Top54
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে নিয়মিত তুলে ধরছে। এখান থেকে এক নজরে জেনে নেয়া যাবে দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

পত্রিকাগুলো দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা, ঢাকা-দিল্লি সম্পর্ক, ওসমান হাদির ওপর হামলা ও তার স্বাস্থ্য পরিস্থিতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে।
ঢাকা-দিল্লি সম্পর্কে উত্তেজনা - দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে নয়াদিল্লির ‘গভীর উদ্বেগ’ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বুধবার তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।


বুধবার জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা দুইটা থেকে বন্ধ হয়ে যায়। ভারতের কূটনৈতিক সূত্রে জানা গেছে, যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের কার্যক্রম আজ বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম - দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিমকার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিমকার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর আবার কখনো থাইল্যান্ড। কখনো আবার দেখায় পুরান ঢাকায়।


এদিকে ফয়সাল তার ফোনসেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ।

উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ - দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি।
নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যদিও আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বেশির ভাগ প্রার্থীর মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


ফলে নির্বাচনের উৎসবের মাঠে নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর পরও বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা বসে নেই। তাঁরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সভা-সমাবেশে অংশ নিচ্ছেন।
সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা - দৈনিক কালের কণ্ঠের সংবাদ এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তবে এখনো তাঁরা সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।


সূত্র জানায়, বুধবার পর্যন্ত পদত্যাগী দুই উপদেষ্টার কেউ সরকারি বাসভবন ছাড়েননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

Related Posts

Categories #9

খবরাখবর(1143)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(57)
কিশোর গল্প(47)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)