www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবরভেনেজুয়েলায় ‘পুতুল সরকার’ বসিয়ে সম্পদ লুট করতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো

ভেনেজুয়েলায় ‘পুতুল সরকার’ বসিয়ে সম্পদ লুট করতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো

Download Bangla.Top Android App
ভেনেজুয়েলায় ‘পুতুল সরকার’ বসিয়ে সম্পদ লুট করতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো - Bangla24.Top12
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করে দেশটিকে একটি কলোনিতে পরিণত করার চেষ্টা করছে। একইসঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক হুমকি ও তেল অবরোধকে ‘বর্বরতার কূটনীতি’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে মাদুরো বলেন, ওয়াশিংটন কারাকাসে একটি ‘পুতুল সরকার’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে যা ‘৪৭ ঘণ্টাও টিকবে না।’
ভেনেজুয়েলাকে নিয়ে ডনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের এই প্রচারণাকে মাদুরো ‘যুদ্ধবাজ’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে ওয়াশিংটনের এই তৎপরতার মূল লক্ষ্য ভেনেজুয়েলার সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দখল করা বলে অভিযাগে করেন তিনি।
আরও পড়ুন: ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে: ট্রাম্প
নিকোলাস মাদুরো বলেন,তারা ভেনেজুয়েলায় শাসনব্যবস্থার পরিবর্তন চায় যাতে একটি পুতুল সরকার বসিয়ে হয়। এটি আমাদের সংবিধান, সার্বভৌমত্ব ও আমাদের সব সম্পদ তাদের হাতে তুলে দেবে। এমনকি এর মাধ্যমে আমাদের দেশকে একটি কলোনিতে পরিণত করবে। এটা কখনো ঘটবে না, ঘটতে দেয়া হবে না।
ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহনকারী ‘অনুমোদিত’ তেল ট্যাঙ্কারগুলোর ওপর ট্রাম্পের অবরোধের ঘোষণার পর মাদুরোর এসব মন্তব্য এল।
গত মঙ্গলবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাংকার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। জানিয়েছেন, সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)