12
ভেনেজুয়েলাকে নিয়ে ডনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের এই প্রচারণাকে মাদুরো ‘যুদ্ধবাজ’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে ওয়াশিংটনের এই তৎপরতার মূল লক্ষ্য ভেনেজুয়েলার সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দখল করা বলে অভিযাগে করেন তিনি।
আরও পড়ুন: ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে: ট্রাম্প
নিকোলাস মাদুরো বলেন,তারা ভেনেজুয়েলায় শাসনব্যবস্থার পরিবর্তন চায় যাতে একটি পুতুল সরকার বসিয়ে হয়। এটি আমাদের সংবিধান, সার্বভৌমত্ব ও আমাদের সব সম্পদ তাদের হাতে তুলে দেবে। এমনকি এর মাধ্যমে আমাদের দেশকে একটি কলোনিতে পরিণত করবে। এটা কখনো ঘটবে না, ঘটতে দেয়া হবে না।
ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহনকারী ‘অনুমোদিত’ তেল ট্যাঙ্কারগুলোর ওপর ট্রাম্পের অবরোধের ঘোষণার পর মাদুরোর এসব মন্তব্য এল।
গত মঙ্গলবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাংকার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। জানিয়েছেন, সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্যোগে সম্মাননা পেলেন ৫ শিক্ষক
বায়ুদূষণে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন প্রায় ১০ লাখ মানুষ: বিশ্বব্যাংক
সারাবিশ্বের সঙ্গে একই দিনে দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’
জেনেভায় রোহিঙ্গা সংকট ও অর্থায়ন হ্রাসের উদ্বেগ তুলে ধরল বাংলাদেশ
জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
দয়া নয়, একটি সম্মানজনক আসন সমঝোতা হবে: সাইফুল হক