www.Bangla24.Top
Login - Registration - Lost Password
Homeখবরাখবর‘দেলুপি’ দেখলো কড়াইলবাসী

‘দেলুপি’ দেখলো কড়াইলবাসী

Download Bangla.Top Android App
‘দেলুপি’ দেখলো কড়াইলবাসী - Bangla24.Top10
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার কড়াইলবাসীর জন্য বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় কড়াইল এরশাদ মাঠে ‘দেলুপি’ সিনেমার একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীর আয়োজনে ছিল কড়াইলের শহুরে কৃষকদের নাগরিক দল ‘নগর আবাদ’ ও সহযোগী দল ‘পোকা’। এ সময় এরশাদ মাঠে এক হাজারের অধিক দর্শকের সামনে ‘দেলুপি’ দেখানো হয় প্রজেক্টরে।নির্মাতা দল ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন বিশ্বাস করে ‘দেলুপি’তে বন্যাপরবর্তী সময়ে জনগণের যে একাত্মতার গল্প দেখানো হয়েছে, কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের অপূরণীয় ক্ষতিতেও তাদের সাথে সেই একাত্মতা প্রকাশ করা প্রয়োজন।
আরও পড়ুন: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ার সুখবর দিয়ে মুক্তি পেল ‘রইদ’-এর ট্রেলারএর আগে কড়াইলের অগ্নিকাণ্ডের পর গত ২ ডিসেম্বর, দেশব্যাপী সিনেমাটির সব প্রদর্শনীর টিকিটের প্রযোজকের অংশের অর্থ কড়াইলবাসীর কল্যাণে প্রদানের ঘোষণা দেয় টিম দেলুপি। তখন বলা হয়, ‘তাদের অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং জানান দেয়া যে আমরা তাদের সাথে আছি, আমরাও তাদের কষ্টে সমব্যথী। কড়াইলবাসীর প্রতি দেলুপিবাসীর ভালবাসা ও সালাম, এই দুর্যোগ আমরা সবাই হাতে হাত ধরে পার করবো।’
আরও পড়ুন: ইউরোপের রটারড্যামে ‘দেলুপি’, যা জানালেন নির্মাতাসেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

Related Posts

Categories #9

খবরাখবর(1246)
ছোট গল্প(68)
শিক্ষামূলক গল্প(67)
গল্পকথার আসর(59)
ভৌতিক গল্প(58)
কিশোর গল্প(54)
ইসলামিক গল্প(44)
রম্য গল্প(21)
চটি গল্প(1)